কেবি হাইস্কুলে স্কুল সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন
আপডেট সময় :
২০২৫-০১-২৬ ২৩:৩০:২৬
কেবি হাইস্কুলে স্কুল সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন
বাকৃবি প্রতিনিধি
ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে ছয় দিনব্যাপী ‘স্কুল সপ্তাহ ২০২৫’ শুরু হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) পায়রা ও বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছয় দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ম্যানেজিং কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।
আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, কৃষিবিদ ড. ফারুক আহম্মদ, অধ্যাপক ড. মারজিয়া রহমান, অধ্যাপক ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী দিনে স্কুল প্রাঙ্গণে আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শিত হয়, যার মধ্যে ২০২৪ সালের জুলাই-আগস্টের উল্লেখযোগ্য ঘটনাবলী তুলে ধরা হয়। এছাড়াও চিত্রাঙ্কন প্রদর্শনী ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী উদ্বোধন করা হয়।
ছয় দিনব্যাপী "স্কুল সপ্তাহ ২০২৫"-এর কার্যক্রমে হামদ-নাত, কবিতা আবৃত্তি, ছড়া, গান, গল্প বলা, লোকগীতি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন করা হয়েছে।
আগামী ৩১ জানুয়ারি বার্ষিক পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে "স্কুল সপ্তাহ ২০২৫"-এর সমাপ্তি হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স