ঢাকা , সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ , ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জামায়াতে ইসলামীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-২৬ ২১:২৬:৪০
ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জামায়াতে ইসলামীর ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জামায়াতে ইসলামীর






নিজস্ব প্রতিবেদক

চাকরি জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশের হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ২৬ জানুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ২৬ জানুয়ারি দুপুরের দিকে প্রেসক্লাব থেকে ইবতেদায়ি শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। ইবতেদায়ি শিক্ষকদের ওপর এ হামলা অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও দুঃখজনক। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

বিবৃতিতে তিনি আরও বলেন, বিগত ৪০ বছর যাবৎ অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। তাদের এই অমানবিক দুর্দশাগ্রস্ত অবস্থা দেখার যেন কেউ নেই। 

ইবতেদায়ি শিক্ষকদের সাথে আলাপ-আলোচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে ইবতেদায়ি শিক্ষকদের সকল সমস্যার ন্যায্য ও যৌক্তিক সমাধান করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ