ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: মঈনুদ্দিনের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন, কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। আজ রোববার সকালে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর মোঃ বাছিরুল আলম, ইন্সট্রাক্টর মোঃ সাইদুল ইসলাম, মোছাম্মত হোসনা বেগম, ট্রেইনার ফয়সাল আহমেদ সৈকত, মোঃ জিয়াউর রহমান ও শিক্ষার্থী সৈকত ভুইয়া জয় প্রমূখ।
https://www.youtube.com/watch?v=RYVDifmXKyw
বক্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: মঈনুদ্দিন পটুয়াখালী থেকে নানা অনিয়মের অভিযোগে বদলি হয়ে গত বছরের ২৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বদলি হয়ে এসেছেন। এরপর থেকে তিনি পটুয়াখালীর আদলে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার মাধ্যমে একই কায়দায় ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে পরিচালনা করার চেষ্টা করছেন। তার অপকর্ম এবং অনিয়ম অনৈতিক কার্যক্রমে অনীহা প্রকাশ করায় ৮জন শিক্ষক স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তার অপকর্মে সায় না দেওয়ায় চারজন শিক্ষককে তিনি শোকজ করেছেন। ফলে প্রশিক্ষণ কেন্দ্রটিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়ছে এবং প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। যার কারণে শিক্ষক -শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ মো: মঈনুদ্দিনের অপসারণ দাবি করেছেন। তাকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে জানান আন্দোলন কারীরা।
https://www.facebook.com/BanglarAloNewsBD/videos/631469339335344/?__cft__[0]=AZV8d5VQ43l4RX69cuN3d2wooSK49OVTsV86fwdUIYSy4dGULSFkEXSVwXVYeEKN5m_6orny8EFFs-IJZeUFzIT0SAUOoNRgkq0296gnn228M26G9pksae2yKrA18v5ExmQESGIpECxtddAoqn6L5fnmeGVB7CdPsFYOUP91KaNpRm_V2REzFirW_fQs1FvXC6TU1HfCESTnTV9L6nny9EMk&__tn__=%2CO%2CP-R
অভিযোগের বিষয়ে জানতে, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মঈনুদ্দিনের মুঠোফোনে কল দেয়া হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইলেকট্রনিক, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, ড্রাইভিংসহ ১৪ টি প্রশিক্ষণ বিভাগে ৬শ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন।