ঢাকা , সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ , ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুবিতে অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন


আপডেট সময় : ২০২৫-০১-২৬ ২০:১৭:৫৯
কুবিতে অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কুবিতে অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন





কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে "অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট" বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে। এতে তিন সেশনের ৩০ জন শিক্ষার্থীদের প্রত্যেকে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।


রবিবার (২৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে আইন বিভাগের সহকারী অধ্যাপক সায়দা তালুকদার রাহীর সঞ্চালনায় এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জজ কোর্টের অ্যাডভোকেট তপন বিহারী নাগ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আলী মুর্শেদ কাজেমসহ বিভাগের শিক্ষার্থীরা। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ