ঢাকা , সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ , ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৫-০১-২৬ ১৮:৩৮:৪৮
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন



  
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। রাজশাহী মহানগর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু, যুগ্ম আহ্বায়ক শিবলু, তুহিন, জিতু, ইব্রাহিম, রেন্টু, আসাদ, পেট্রা এবং বোয়ালিয়া থানা পশ্চিমের সিনিয়র যুগ্ম আহ্ধসঢ়;বায়ক মোঃ শরিফ আলী। বক্তারা দাবি করেন, সাঈদ আলীর বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, সুদের টাকা নিয়ে দ্বন্দের জেরে এক যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় সাঈদ আলীকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

তাঁরা আরও বলেন, ঘটনার দিন সাঈদ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত এক স্বেচ্ছাসেবক দল কর্মীকে দেখতে ছিলেন, যার সিসিটিভি ফুটেজ রয়েছে। হত্যাকান্ডের আগের দিন সন্ত্রাসীদের অবস্থানের ভিডিও ফুটেজেও সাঈদ আলীকে দেখা যায়নি।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার অপচেষ্টা বন্ধ করতে সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং ন্যায়বিচারের দাবিতে সরকারের কাছে আকুল আবেদন জানান।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ