মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)কার্যালয়ের উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নাসিমা বেগমকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাজিতপুর কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে, কার্যালয় কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও অতিরিক্ত দ্বায়িত্ব বাজিতপুর, ফজলুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক মো. আক্তার হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক মো.আবু তাহের। সিনিয়র মাঠ কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সঞ্চালনায় মানপত্র পাঠ করেন আবুল কালাম আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাফরুল ইসলাম সহকারী হিসাব কর্মকর্তা মনোহরদী, ওবায়দুর রহমান, ভৈরব কার্যালয়, সুমন মিয়া সহকারী হিসাব কর্মকর্তা বাজিতপুর। খাইরুল ইসলাম মাঠ কর্মকর্তা, আব্দুস সাত্তার, শহিদুল্লাহ, হুমায়ুন হোসাইন, শফিকুল ইসলাম, ফয়েজুর রহমান, আব্দুর রহিম, সাইদুর রহমান ও সজিবসহ সকল সহকর্মীবৃন্দ।