ঢাকা আলিয়ায় রোভার স্কাউট ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৫ পালন।
আপডেট সময় :
২০২৫-০১-২৬ ১৭:৩১:০৫
ঢাকা আলিয়ায় রোভার স্কাউট ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৫ পালন।
ঢাকা আলিয়া প্রতিনিধি:
নিজেদের ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করেছেন ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা। আজ রবিবার (২৬ই জানুয়ারি) সকাল ১০টায় পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করেন ঢাকা আলিয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল কবির।
পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকেই, এই আলিয়া আমাদের, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ও আমাদের’ -এই স্লোগানকে ধারণ করে উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও রোভার স্কাউট এর যৌথ উদ্যোগে ২০০ জন শিক্ষার্থী পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৫ এ অংশ নেন। সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা।
আল্লামা কাশগরী রহঃ হলের আবাসিক শিক্ষার্থী মোঃ ওমর ফারুক বলেন, মশা-মাছির উপদ্রপ কমাতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা দরকার। অপরিচ্ছন্ন পরিবেশ থেকে রোগ জীবাণু ছড়াতে পারে। এবছর শুরুতেই ক্যাম্পাস প্রশাসন ও রোভার স্কাউটের এমন উদ্যোগকে স্বাগত জানাই। ক্যাম্পাস পরিস্কার থাকলে আমরাও সুস্থ থাকব, সুন্দর থাকব।
এ বিষয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আশরাফুল কবির বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ হুমকির মুখে। তবে রোভার স্কাউট এবং একদল শিক্ষার্থীর এরকম উদ্যোগে আমি স্বাগত জানাই। কারণ এরাই পারবে আমাদের পরিচ্ছন্ন ক্যাম্পাস উপহার দিতে। এছাড়াও জীব বৈচিত্র্য রক্ষা ও মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমাতে হল ও ক্যাম্পাসের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, আমাদের এ প্রচেষ্টা যেন এখানেই শেষ না হয়, তা অব্যাহত রাখার প্রত্যাশা করছি। আশা করি শিক্ষার্থীরাও সবসময় আমাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স