মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল ( অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির ভিতর একটা লোকও নাই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়নি। বিগত ১৭ বছরে বিএনপির উপর তাদের অন্যায় অত্যাচারের কাহিনী বলে শেষ করা যাবে না।
রবিবার ( ২৬ জানুয়ারি) বেলা ১১ টায় সুবিদখালী সরকারি কলেজের হলরুমে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায় করেছেন বা কোনো অন্যায়কে সমর্থন করেছেন, এই কথা শত্রুরাও বলতে পারবেন না। তা সত্বেও তিনি যে বাড়ীতে ২৫ বছর ছিলেন, যে বাড়ীতে থাকাকালীন তাঁর স্বামী শহীদ হয়েছেন, তাঁর মা ইন্তেকাল করেছেন, বোন ইন্তেকাল করেছেন, ছোট ছেলে ইন্তেকাল করেছেন, তাকে সেই বাড়ী থেকে অত্যান্ত ন্যাক্কারজনকভাবে বের করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় ৬ বছরের সাজা দিয়েছে। তাকে জেলে রাখা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। জনাব তারেক রহমান শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগ আমলে ৫০ লক্ষ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি গত বছরের ৫ আগস্ট পর্যন্ত ৮ শত বার মামলায় হাজিরা দিয়েছি।
হুশিয়ারী করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপির দুর্দিনে যেসব নেতাকর্মী দলের জন্য কাজ করেছে, সম্মুখ সারিতে ছিলো, বন্দুকের নলের সামনে বুক উঁচু করে দাঁড়িয়েছে, তাদের সামনে যারা দুর্দিনে দূরে ছিলেন তারা এক ইঞ্চি যাওয়ার চেষ্টা করবেন না। আপনারা যারা দলের দুর্দিনে দূরে ছিলেন আপনাদের স্থান কোথায় তা নিজ থেকে ঠিক করে নিবেন।
এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপির উপর এতো অন্যায় করেছে, বিএনপির নেতাকর্মীদের এতো ভয়ভীতি দেখিয়েছে, তারপরও বিএনপি থেকে তাদের দলে কাউকে ভাগিয়ে নিতে পারেনি। এটাই আমাদের স্বার্থকতা। ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। ১৭ বছর বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এখন আওয়ামী লীগের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা তো সকলই দেখতে পারছেন।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভালো কাজ করতেছেন। তারা চায় একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে শাসন ভার দেশের জনগণের হাতে দিয়ে সরে যেতে। সেই কাজটি করার জন্য অন্তর্বর্তী সরকারকে সাহায্য সহযোগিতা করলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অতি তারাতাড়ি দিতে পারবে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট আনিসুর ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, বিএনপি নেতা নুর হোসেন মৃধাসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।