অটোরিক্সা চালক রহিম হোসেন হত্যা মামলার আসামি রুবেলকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব।
অটোরিক্সা চালক রহিম হোসেন হত্যা মামলার আসামি রুবেলকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় “চাঞ্চল্যকর অটোরিক্সা চালক সাগর @ রহিম হোসেন হত্যা মামলার” প্রধান আসামি রুবেল (৩০)’কে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১০। ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাসকারী সাগর @ রহিম হোসেন (৪০) তিনি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৪/০১/২০২৫ তারিখ রাত আনুমানিক ২১:১৫ ঘটিকায় ভিকটিম রহিমের ছেলে সাকিব হাওলাদারকে একই এলাকায় বসবাসকারী মো: রুবেল এবং তার সহযোগী রনি মিলে পূর্ব শত্রæতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে বেধড়ক মারধর করে। পরবর্তীতে ভিকটিম রহিমের সাথে কেরাণীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারীর ঢাল এলাকার সামনে রুবেল ও তার সহযোগীর রনির সাথে দেখা হলে ভিকটিম রহিম তার ছেলেকে অন্যায় ভাবে মারধরের কারণ জিজ্ঞাসা করলে রুবেল ও রনি মিলে ক্ষিপ্ত হয়ে ভিকটিম রহিমকে উপর্যুপুরি কিল, ঘুষি, লাথি মারতে থাকে এবং এক পর্যায় রুবেল একটি বাঁশ দিয়ে ভিকটিম রহিমের ঘার ও পিঠে স্বজোরে আঘাত করলে রহিম গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়।
এসময় ভিকটিম রহিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল থেকে চলে যায়। অতঃপর রহিমকে আহত অবস্থায় চিকিৎসার জন্য সাজেদা হাসপাতালে নিয়ে যায়। অতঃপর উক্ত হাসপাতালের চিকিৎসক ভিকটিম রহিমের অবস্থা আসঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ড হাসাপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ভিকটিম রহিমকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রহিমকে মৃত ঘোষনা করে।
উক্ত ঘটনায় মৃত রহিমের ছেলে মো: সাকিব হাওলার বাদী হয়ে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় আসামি রুবেল ও তার সহযোগী রনির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ-২৫/০১/২০২৫ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়। উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৬/০১/২০২৫ তারিখ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক সাগর @ রহিম হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোঃ রুবেল (৩০), পিতা-নোয়াব মিয়া, সাং-বোরহানিরবাগ, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স