ঢাকা , সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ , ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে বিশেষ কম্বিং অপারেশনে দেড় লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০১-২৬ ১৬:০৩:০৮
কাউখালীতে বিশেষ কম্বিং অপারেশনে দেড় লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার কাউখালীতে বিশেষ কম্বিং অপারেশনে দেড় লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশ বিশেষ অভিযান করে উপজেলার বিভিন্ন নদ নদী থেকে প্রায় দেড় লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার করে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর নৌ পুলিশের সহায়তায় ২৫ ও ২৬ জানুয়ারি উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে অভিযান পরিচালনা করে ১৫ হাজার মিটার কারেন্ট জাল, একটি বাধা জাল, একটি বেড় জালসহ প্রায় দেড় লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশের একটি বিশিষ্ট টিম।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ