ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় ছিনতাই মামলার আসামি ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি সুমন মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এর আগে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি সহ একাধিক অভিযোগে অভিযুক্ত সুমন মিয়ার নামে ২১ জানুয়ারী ভালুকা মডেল থানায় মামলা রজু হলে অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
জানা যায়, গত ৪ জানুয়ারী উপজেলার দক্ষিন ডাকাতিয়া এলাকায় এক প্রবাসির স্ত্রীর শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় মডেল থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত সাপেক্ষে পুলিশ গত ২১ জানুয়ারী মামলা নং- ২৭ রজু করেন। পরে ২৪ জানুয়ারী পুলিশ মামলার ১ নাম্বার আসামী সুমন মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।
স্থানীয়দের দাবি চুরি ও ছিনতাই সহ একাধিক অভিযোগে অভিযুক্ত সুমন মিয়া ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতির পদ বাগিয়ে নেন। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর অভিযুক্ত সুমন মিয়া চুরি, ছিনতাই ও চাঁদাবাজি সহ নানা অপকর্মে এলাকায় বেপরোয়া হয়ে উঠেন। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ বলে জানা গেছে। অভিযুক্ত সুমন মিয়াকে ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।