মিরপুরের পোড়াদহে 'এ এস ফাউন্ডেশন' শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০১-২৫ ২২:২৪:২৫
মিরপুরের পোড়াদহে 'এ এস ফাউন্ডেশন' শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে 'এ এস ফাউন্ডেশন' শিক্ষাবৃত্তি ২০২৪- ২০২৫ এর পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার পোড়াদহ ওস্তাদ শুকুর আলী মুক্তমঞ্চে এ অনুষ্ঠানটি হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। পোড়াদহ এ এস ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে ও আর্থিক সহযোগিতায় দ্বিতীয় বাৎসরিক বৃত্তি প্রদান করা হয, যার সার্বিক ব্যবস্থাপনায় ছিলো সাইন্স ফিউশন একাডেমিক কেয়ার।
হাজী এ. টি.এম. আনিসুজ্জামান জগনু (চেয়ারম্যান এ এস ফাউন্ডেশন) এর সভাপতিত্বে ও বনি আমিন বাদশা (চেয়ারম্যান সায়েন্স ফিউশন একাডেমিক কেয়ার) এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানন্টি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী ফারুকুজ্জামান জন (চেয়ারম্যান, পোড়াদহ ইউনিয়ন পরিষদ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ওমর ফারুক কুদ্দুস (সাবেক চেয়ারম্যান, পোড়াদহ ইউনিয়ন পরিষদ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক (প্রধান শিক্ষক পোড়াদহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়)। আরো উপস্থিত ছিলেন রহিম জোয়াদ্দার (সহকারী প্রধান শিক্ষক, আইলচারা মাধ্যমিক বিদ্যালয়)। উপস্থিত ছিলেন, খিলাফত হোসেন (প্রধান শিক্ষক আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়), একরামুল হক (প্রধান শিক্ষক মাঝিহাট মাধ্যমিক বিদ্যালয়) আরো উপস্থিত ছিলেন জাফরুল ইসলাম লিংকন (সাবেক সভাপতি, পোড়াদহ কলেজ ছাত্রদল) আরও উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম তারিক ও আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুজ্জামান লাবু। অনুষ্ঠানশুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লাল মিয়া (শিক্ষক সাইন্স ফিউশন কোচিং সেন্টার)। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন হাসানুর রহমান (রিপোর্টার, দৈনিক কুষ্টিয়ার খবর)। এবারের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ল্যাপটপ বিজয়ী হন মোনালিসা খাতুন (মাঝিহাট মাধ্যমিক বিদ্যালয়) ও দ্বিতীয় স্থান অধিকার করে মোবাইল ট্যাব জয়ী হন উর্মি খাতুন ষষ্ঠ শ্রেণি (পোড়াদহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়)। তাছাড়াও সাধারণ গ্রেডে ২৮ জনকে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় এ.টি. এম. আনিসুজ্জামান জগনু বলেন, এই অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধিতে আমাদের এই প্রচেষ্টা এবং এই বৃত্তির মাধ্যমে মেধাবীদের সহযোগিতা করাই হচ্ছে এ এস ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি আরো বলেন সবার সহযোগিতা থাকলে আমাদের এই ভালো কাজ আগামী দিনেও অব্যাহত থাকবে। সর্বোপরি উপস্থিত সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বৃত্তিপ্রাপ্ত দের অভিনন্দন জানান।
সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বনি আমিন বাদশা বলেন, অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা এই বৃত্তি পরীক্ষা নিয়েছি ১৭ ডিসেম্বর এবং বিচার বিশ্লেষণ করে মেধা তালিকা নির্ধারণ করা হয়েছে। আপনারা যদি আমাদের সহযোগিতায় থাকেন আমরা এটি প্রত্যেক বছরে অনুষ্ঠিত করব বলে আশাবাদ ব্যক্ত করেন বনি আমিন। তিনি এই সুন্দর আয়োজনে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া অতিথিদের বক্তৃতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এবং আমন্ত্রিত অতিথিগণ এই বৃত্তি প্রদান কে উৎসাহিত করেন এবং প্রত্যেক বছরে যেন এটি অনুষ্ঠিত হয় সেই আশাবাদ ব্যক্ত করেন। সর্বোপরি উপস্থিত অভিভাবকগণ এমন প্রতিযোগিতামূলক পরীক্ষার এবং সুন্দর আয়োজনের প্রশংসা করেন। সর্বোপরি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং আনন্দে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স