ঢাকা , সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ , ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা আলিয়ায় প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করায় আটক গোপালগঞ্জের আল আমিন শেখ


আপডেট সময় : ২০২৫-০১-২৫ ১৯:৫৩:১৩
ঢাকা আলিয়ায় প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করায় আটক গোপালগঞ্জের আল আমিন শেখ ঢাকা আলিয়ায় প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করায় আটক গোপালগঞ্জের আল আমিন শেখ



ঢাকা আলিয়া প্রতিনিধি,
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার ফাজিল স্নাতক পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮২ জন আজ অংশগ্রহণ করেছে ৪৬৬ জন অনুপস্থিত ছিল ১৬ জন শিক্ষার্থী।

প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড আর প্রক্সি দিলে দুই বছরের কারাদণ্ডের বিধান রেখে গত বছর জানুয়ারি মাসে ‘বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইন ২০২৩ বিল’ সংসদে পাস হয়েছে। কিন্তু এরপরও থেমে থাকেনি প্রক্সি পরীক্ষা।


আজ শনিবার সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার ফাজিল স্নাতক (অনিয়মিত ) রেজিস্ট্রেশন নাম্বার ২০৪০০১৮৮৫ দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ছিল মাহমুদুল হাসান নামের এক শিক্ষার্থী তিনি উমরাহ পালন করতে যাওয়ায় তার পরিবর্তে প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করেন তার চাচাতো ভাই মোঃ আল আমিন শেখ, পিতা মোঃ নুরুল ইসলাম শেখ, মাতা পিঞ্জিরা বেগম। তার গ্রাম-শিবপুর, ডাকঘর - মাঝিগাতী, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ।


আল আমিন শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে জানান, তিনি সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার ফাজিল স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার চাচাতো ভাই ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করায় তিনি প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কেন্দ্রের ৩০৫ নম্বর কক্ষের দায়িত্বরত শিক্ষক এ অনিয়ম দেখতে পেরে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল কবিরকে অবগত করেন। পরবর্তীতে অধ্যক্ষের কার্যালয়ে শর্তভঙ্গ না করার অঙ্গীকারপত্র দেন আল আমিন শেখ।


এ ব্যাপারে অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার ফাজিল তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন শেখ তার চাচাতো ভাইয়ের পরিবর্তে পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো সতর্কতামূলক তার কাছ থেকে পরবর্তীতে আর কোন প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন পরবর্তীতে ঢাকা আলিয়ার পরীক্ষা কেন্দ্রে কোনো শিক্ষার্থী প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করলে দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ