ঢাকা , সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ , ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নানা আয়োজনে OAB FOUNDATION এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


আপডেট সময় : ২০২৫-০১-২৫ ১৫:২২:০৬
নানা আয়োজনে  OAB FOUNDATION এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নানা আয়োজনে OAB FOUNDATION এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 
মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
 
নানা আয়োজনের মধ্যে দিয়ে গতকাল শুক্রবার বাংলাদেশ ফিল্ম অর্কাইভ কনফারেন্স এ অভার অল বাংলাদেশ (OAB Foundation) ৭ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
 
২০১৮ সালে “গড়বো সমাজ, গড়বো দেশ, স্বেচ্ছাসেবীর বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে ওভার অল বাংলাদেশ (ওএবি) নামক সংগঠনের। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ, মানবাধিকার, নারী স্বাস্থ্য, শিশু বিকাশ, এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করছে। এর পাশাপাশি, স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই জ্ঞান ভিত্তিক এলাকা উন্নয়নে কাজ করে যাচ্ছে অভার অল বাংলাদেশ (OAB Foundation)। 
 
বিগত বছরগুলোর ন্যায় এবারও অভার অল বাংলাদেশ (OAB Foundation) বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভার অল বাংলাদেশ (OAB Foundation) ফাউন্ডার এন্ড ডিরেক্টর আসাদুজ্জামান তুহিন  ও হেড অব এইচআর, ফয়সাল তাহসান এর সভাপতিত্বে  আলোচনা অনুষ্ঠান ইকবালের কুরআন তেলওয়াত মধ্যে  দিয়ে শুরু করা হয়। 
 
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি, ডেপুটি ডিরেক্টর ডিপার্টমেন্ট অব ইউথ ডেভেলপমেন্ট ঢাকা ডিস্ট্রিক্ট, এ কে এম শাহরিয়ার রেজা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইবনুক সায়েদ রানা (চেয়ারম্যান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন), মীর মোহাম্মদ আলি (সহকারী অধ্যাপক শের এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়),শাইরা মতিন (সিনিয়র সহকারী অধ্যাপক আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ), আসিফ মইনুর চৌধুরী( ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট সেন্টার ফর পারটিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) অন্যান্য অথিতিগণ।  

এ সময় সবার অংশ গ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল বাংলাদেশ ফিল্ম অর্কাইভ কনফারেন্স। পুরো কনফারেন্স জুড়ে জমকালো আলোকসজ্জা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে র‍্যাপেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সবুজ বৃক্ষ গাছ উপহার দেওয়া হয়।
 
অনুষ্ঠানে অভার অল বাংলাদেশ (OAB Foundation) এর ফরহাদ হোসেন (গ্রাফিক্স এন্ড ভিডিও টিম) ফারহানা আলম জেসি (মেম্বার Climate Action team) মোঃ হাসান (লিড আইটি টিম) আদিব ইমাম (মেম্বার, এইচ আর টিম) মাইমুনা রহমান (মেম্বার, নারী টিম) রাকিব মৃধা (ক্যাম্পাস এম্বাসেডর কোওর্ডিনেটর) নাসিম লিমন (মেম্বার, কনভেনর কমিটি) রাইসা মেহজাবিন, সোমেলি,হুমায়া তাসনিম,তুষার রাকিব, রামিসা গাজি এবং অভার অল বাংলাদেশ (OAB Foundation) এর সকল ভলেন্টিয়ার ও সদস্য গন উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ