ভ্যাট প্রত্যাহার ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং দ্রুত শিক্ষার্থীদের নতুন বই প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আপডেট সময় :
২০২৫-০১-২৪ ২১:৫৪:০৯
ভ্যাট প্রত্যাহার ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং দ্রুত শিক্ষার্থীদের নতুন বই প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং দ্রুত শিক্ষার্থীদের নতুন বই প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ শুক্রবার শিক্ষার্থী মঞ্চের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো: মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওমর ফারুক, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, শাহ আলম পালুয়ান, হুসাইন ইসলাম জয় প্রমুখ। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং দ্রুত শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদানের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধাক সড়ক প্রদক্ষিন করে ইন্ডাস্ট্রিয়াল স্কুলের সামনে এসে শেষ হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স