ঢাকা , শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পিকনিকে কুয়াকাটা যাওয়ার পথে ঝালকাঠি সড়কে প্রাণ গেল বৃদ্ধের


আপডেট সময় : ২০২৫-০১-২৪ ২১:৩২:১৭
পিকনিকে কুয়াকাটা যাওয়ার পথে ঝালকাঠি সড়কে প্রাণ গেল বৃদ্ধের পিকনিকে কুয়াকাটা যাওয়ার পথে ঝালকাঠি সড়কে প্রাণ গেল বৃদ্ধের


 

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

 

শুক্রবার (২৪ জানুয়ারী) ভোরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান যশোর জেলার বেনাপোল বন্দর এলাকার মৃত রুহুল আমিন সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর প্রায় সাড়ে ৪টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের মেসার্স স্বদেশ এলপিজি ফিলিং স্টেশনের সামনে বেনাপোল থেকে কুয়াকাটা পিকনিকের উদ্দেশে আসা দুটি বাস যাত্রাবিরতি নেয়। যাত্রাবিরতি শেষে আসাদুজ্জামান নামের ওই যাত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে মহাসড়কের ওপর তার মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, পথে যাত্রাবিরতিতে রাস্তা পারাপারের সময় ঘন কুয়াশায় অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

 

নলছিটি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পরিবারের অভিযোগ না থাকার কারণে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ