হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ফুলতলী পয়েন্ট দিয়ে বাংলাদেশে পাচারকালে রাজস্ব ফাঁকির ৩১টি বার্মিজ গরু জব্দ করেন ১১ বিজিবি জোয়ানরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলী বিওপি’র টহল দল সীমান্ত সড়ক সংলগ্ন রোহিঙ্গাটিলা নামক স্থান থেকে মালিকবিহীন এ সব গরু জব্দ করেন তারা। আটককৃত এ গরুগুলোর আনুমানিক সিজার মূল্য চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
১১ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল এস এম কপিল উদ্দিন জানান, বাংলাদেশের -মিয়ানমার সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এ ব্যাটালিয়ন দূর্গম পাহাড়ি এলাকাগুলোতে চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় তারা এ সব গরু জব্দ করেন।