ঢাকা , শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে বিএনপি নেতার আয়োজনে নাগরিক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০১-২৪ ২০:১৪:১০
পিরোজপুরে বিএনপি নেতার আয়োজনে নাগরিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে বিএনপি নেতার আয়োজনে নাগরিক সভা অনুষ্ঠিত





বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানার আহবানে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় পিরোজপুর পৌর এলাকার মাছিমপুরে সাধারণ জনগণদের নিয়ে এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার নাগরিকরা রাস্তা, ড্রেন কালভার্ট সহ নানান সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা মৎস্য জিবি দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। 

প্রধান অতিথির বক্তব্যে শেখ রিয়াজউদ্দিন রানা বলেন, বিগত দিনে নাগরিকদের ভোটের অধিকার ছিল না যার কারণে না পৌরবাসীর কি সমস্যা সেটা জিজ্ঞেস করার কেউ ছিল না। ভ্যাট ট্যাক্স দেওয়ার পরেও নাগরিকরা অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ১৫০ বছরের পুরাতন একটা প্রথম শ্রেণীর পৌরসভার এই অবস্থা হবে কেন, রাস্তা নাই কালভার্ট নাই, প্রজেক্টের রাস্তাগুলো ছাড়া একটি রাস্তাও ভালো নেই। আগামীতে যদি সম্ভব হয় তাহলে সাধারণ নাগরিকের ভোগান্তি দূর করার জন্য ১৬ বছরের অবহেলিত কাজগুলো নতুন করে করব। সাধারণ মানুষ যদি আমাকে সহযোগিতা করে আমি সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। এজন্য সকলকে আমার সাথে থাকতে হবে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ