ঢাকা , শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে বেড়েছে শীতের তীব্রতা বিপর্যস্ত জনজীবন


আপডেট সময় : ২০২৫-০১-২৪ ১৯:২৯:১০
রায়গঞ্জে বেড়েছে শীতের তীব্রতা বিপর্যস্ত জনজীবন রায়গঞ্জে বেড়েছে শীতের তীব্রতা বিপর্যস্ত জনজীবন

 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
 
সিরাজগঞ্জের রায়গঞ্জে কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় গ্রামগঞ্জে বয়স্ক নারী পুরুষ গরম কাপড় ও কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেস্টা করছেন। মাঘ মাসের শুরু থেকেই বেড়ে চলেছে শীতের তীব্রতা। শীতবস্তের অভাবে অতি কস্টে রাত-দিন পার করছেন হতদরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুযেরা। গত বুধবার সারাদিন সূর্যের আলো দেখা যায়নি। সারাদিন ছিল কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়া। তবে বৃহস্পতিবার সারাদিন সূর্যের আলো দেখা না গেলেও বিকেলে দেখা মেলেছে সূর্যের আলো। এতে করে শীতের তীব্রতা কিছুটা হলেও কম অনুভব করা গেছে। এই ঠান্ডা উপেক্ষা করে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষেরা কাজে বের হলেও গরম কাপড়ের অভাবে অনেক কস্টে আছেন তারা। বিশেষ করে গ্রামগঞ্জের হদ-দরিদ্র বৃদ্ধ মহিলারা। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক, মানবিক, সামাজিক সেবামূলক সংগঠন ও উপজেলা প্রশাসন থেকে দরিদ্রদের শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গ্রামগঞ্জের পাড়া-মহল্লায় বিভিন্ন উপায়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেস্টা করছেন অনেকেই। কয়েক দিনে শীতের তীব্রতাই উপজেলার হাট-বাজার গুলোতে গরম কাপড় কিনতে ভীড় করতে দেখা গেছে নানা বয়সী নারী-পুরুষদের। শীতের তীব্রতায় নিম্ন আয়ের মানুষ অনেক কস্টে দিনযাপন করছেন। সন্ধার পর পরই ফাকা হয়ে যাচ্ছে উপজেলার হাট-বাজারগুলো। এদিকে এমন ঠান্ডা আরও কয়েক দিন অব্যহত থাকতে পারে বলে জানা যায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত আবহাওয়া সূত্রে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ