ঢাকা , শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্রেনে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-২৪ ১৯:১৮:৫৬
চট্টগ্রামে ট্রেনে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্মহত্যা চট্টগ্রামে ট্রেনে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্মহত্যা




এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের পটিয়ায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে রাজন দত্ত (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে চট্টগ্রাম পটিয়া কক্সবাজার রেল সড়কের ধলঘাট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের দত্ত পাড়া এলাকার মৃত মিলন দত্তের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি পটিয়া ধলঘাট স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন রাজন দত্ত। মুহূর্তেই রাজনের দেহের পা ও কোমর ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে তার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশী তন্ময় দে বলেন, রাজন দত্ত খুব মেধাবী ছাত্র ছিলেন। ধলঘাট এলাকায় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। দীর্ঘ দিন ধরে তিনি চাকরি না পেয়ে মানসিক ভাবে বেশ চাপে ছিলেস। সে কারনে হয়তো তিনি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (ইনচার্জ) আবুল কাশেম বলেন, পটিয়া ধলঘাট এলাকার রেল লাইনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। যাওয়ার পর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে যদি তার পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। না হয় ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ