ঢাকা , শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত।


আপডেট সময় : ২০২৫-০১-২৪ ১৯:০৪:৫০
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত।


ভোলা প্রতিনিধি
অদ্য ২৩ জানুয়ারি'২৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় উকিল পাড়া আইসিএবি জেলা কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে জেলা আমেলার পূর্নাঙ্গ কমিটির সফথ অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম, দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে প্রতিষ্ঠা করেন এদেশের লাখো কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার মরহুম ফজলুল করিম (রহ.)। তিনি ছাত্র সমাজকে আদর্শ ছাত্র তৈরির ফাউন্ডেশন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগি গূরুত্বপূর্ণ সাংগঠন হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে ১৯৯১ সালে ২৩শে আগস্ট রোজ শুক্রবার প্রতিষ্ঠা করেন। তিনি এই কবুলিয়ত সংগঠনের স্লোগান দিয়েছিলেন" সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন"। আমরা যদি এই সাহাবাদের অনুসরণে জীবনকে গঠন গড়তে পারি তাহলেই এদেশকে নববী যুগের মত সোনালী শাসনব্যবস্থা "ইসলামী হুকুমত প্রতিষ্ঠা" করতে সক্ষম হব, ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা দায়িত্বশীলের কেন্দ্র ও ঊর্ধ্বতন দায়িত্বশীলদের প্রতি আনুগত্যশীলতা রেখে দীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। আগামীতে এদেশকে নববী আদর্শের নেতৃত্ব তৈরি করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বিকল্প নেই। যারা এদেশকে বিদেশি হয়নাদের হাত থেকে  রক্ষা করতে সবসময় সোচ্চার থাকবে। যাদের মাধ্যমে তৈরি হবে একটি আদর্শিক মজবুত ছাত্র সংগঠন। আশা করি, আমার প্রিয় সংগঠনটি জুলাই'২৪ গণঅভ্যুত্থানের যেভাবে অংশগ্রহণ করে শহীদ ও আন্দোলনে আহত হয়ে, দেশকে স্বৈরাচারমুক্ত করেছেন ঠিক সেই ভাবে আগামীতে এই নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ইসলাম, দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হিসেবে দীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এগিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সদ্য সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আবু জাফর, সাবেক সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাবীব।

গত ১০ জানুয়ারি'২৫ জেলা সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমেদ এর হাতে সভাপতি: মুহাম্মদ মাহমুদুল হাসান,সহ-সভাপতি: মুহাম্মদ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক: মুহাম্মদ ইয়ামিন ইরফান শপথ পাঠ করেন।

নতুন দায়িত্বশীল হিসেবে সভাপতি এইচএম মাহমুদুল হাসান এর হাতে- সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী,প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মদ হোসাইন আহমেদ, দাওয়া সম্পাদক: হোসাইন আহমেদ শাহীন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক: সাকিব আহমেদ জোবায়ের, প্রকাশনা ও দপ্তর সম্পাদক: মুহাম্মদ মাহবুব আলম, অর্থ ও কল্যান সম্পাদক: মুহাম্মদ ইমরান হোসেন, বিশ্ববিদ্যালয় সম্পাদক: মুহাম্মদ মাইনুদ্দিন, ক‌ওমী মাদ্রাসা সম্পাদক: মুহাম্মদ জাহিদুল ইসলাম, আলীয়া মাদ্রাসা সম্পাদক: মুহাম্মাদ ফয়জুল্লাহ, স্কুল ও কলেজ সম্পাদক: সাইফ মুহাম্মদ সাগর, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মুহাম্মদ এমদাদুল্লাহ সালেহী, কার্যনির্বাহী সদস্য-১- মুহাম্মদ আরাফাত সহ মোট ১৫ সদস্য জেলা মজলিসে আমেলার শপথ পাঠ করেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ