ঢাকা , শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা


আপডেট সময় : ২০২৫-০১-২৪ ১৩:২৯:০০
বুড়িচংয়ে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা বুড়িচংয়ে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা




মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

কুমিল্লার বুড়িচং উপজেলায় চারপাশে আবৃত আর কনকনে ঠান্ডা। কুয়াশার গ্রামীণ সড়ক ও হাওর বিল। মাঘের  শীতের তীব্রতা একটু পরিলক্ষিত হচ্ছে। হিমশীতল ঠান্ডা উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

 কাঁপানো শীত উপেক্ষা করে বোরো ধান রোপ নের কর্মযজ্ঞ চলছে চাষীদের । বোরো ধানের কচি চারায় ফসলের মাঠ যেন সবুজ গালিচায় আবৃত। শীতের সকাল থেকে সন্ধ্যা বোরো আবাদি জমি গুলো ট্রাক্ট  দিয়ে চাষ করে যাচ্ছেন কৃষকেরা।

অনেক কৃষকই বোরো ধানের চারা রোপণে ব্যস্ত রয়েছেন। শরীরে হালকা শীতের পোশাক মাথায় কাপড় লাগিয়ে কাজের মধ্যে রয়েছেন ফুরফুরে মেজাজে। আনন্দ যেন কোন অংশে কম নেই তাদের।

শীতল পানি, কাদামাটির হাড় কাঁপানো ঠান্ডা আর কষ্টকে পিছনে ফেলে অনেক চাষীরা চারা সংগ্রহ করে সেই চারা আবার জমিতে রোপণ করছেন। অনেকে কোদাল দিয়ে করছেন সীমানা নির্মাণ । কেউবা আবার জমির আগাছা পরিষ্কারে ব্যস্ত।

জমিতে জৈব সার ছিটানো সহ তৈরি জমিতে পাম্পের মাধ্যমে পানি সেচ দিয়ে তা ভিজিয়ে রাখার চেষ্টা করছেন। শ্রমিক সংকট থাকায় বোরো ধানের চারা রোপণে কৃষকদের সাহায্য করছেন তাদের পরিবারের ছোট বড় অন্যান্য সদস্যরা।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ