ঢাকা , শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভূঞাপুরে চোলাই মদ রেখে পালিয়ে যাওয়া নারী ব্যবসায়ী আটক


আপডেট সময় : ২০২৫-০১-২৩ ১৯:২৫:২৪
ভূঞাপুরে চোলাই মদ রেখে পালিয়ে যাওয়া নারী ব্যবসায়ী আটক ভূঞাপুরে চোলাই মদ রেখে পালিয়ে যাওয়া নারী ব্যবসায়ী আটক




মো. শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে চোলাই মদ রেখে পালিয়ে যাওয়া নারী ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চিতুলিয়াপাড়া জামে মসজিদের সামনে থেকে ৩০ লিটার বাংলা চোলাই মদসহ অটোরিকশা স্থানীয় জনতা আটক করে। তাৎক্ষণিক ভাবে পালিয়ে যায় ব্যবসায়ী আনোয়ার ও তার স্ত্রী খালেদা। ওইদিন রাতেই অভিযান চালিয়ে উপজেলার মাটিকাটা নামক স্থান থেকে খালেদা কে আটক করে পুলিশ। তার স্বামী আনোয়ার হোসেন এখনো পলাতক রয়েছে।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, ৩০ লিটার (১০ প্যাকেট) বাংলা চোলাইমদ ফেলে মদ ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদ উদ্ধার করে। পরে ওই রাতেই অভিযান চালিয়ে ব্যবসায়ী খালেদাকে উপজেলার মাটিকাটা থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসামীকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ