রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে দামোদরপুর ইউনিয়ন শেখেরহাট শেখপাড়া গ্রামে জাবিন সুলতানা ২০২৪-২০২৫ সেশনে দিনাজপুর মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। বাবা মায়ের স্বপ্ন ছিলো মেয়ে একদিন চিকিৎসক হবে। সুলতানা তাদের কথা রেখেছে। কিন্তু আজ অর্থের অভাবে মেডিকেল পড়ার স্বপ্ন থেমে যাওয়ার আশংকা করছেন। বাবা প্রান্তিক কৃষক। দারিদ্র্য পরিবারে বেড়ে উঠা সুলতানা। প্রতিদিন শেখপাড়া গ্রাম থেকে মেঠো পথে পায়ে হেঁটে ৭কিলোমিটার দূরত্ব বদরগঞ্জ মহিলা কলেজে যাওয়া আসা করতো।অভাব অনটনের সংসার ভেবে বাবার কাছে কলেজ যাওয়া আসার ভাড়া চাইতেন না। এখন জাবিন সুলতানার একটাই প্রবল ইচ্ছা মেডিকেলে লেখাপড়া শেষ করে হতদরিদ্র অসহায় অসুস্থ মানুষকে সেবা দেওয়া। সুলতানার অদম্য স্বপ্ন পূরনে সমাজে ধনাঢ্য ও দানশালী ব্যক্তি সাহায্য কামনা করি। তাকে সাহায্য পাঠাতো পারেন। সুলতানার পিতার নগদ নং ০১৭৪২৮৭৪২৩২ অথবা বিকাশ ০১৩০৩৭৬৯৭৯৬ সংবাদটি শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ করছি।