ঢাকা , শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে রাস্তা দখলে বেপরোয়া অটোরিকশা, জনগণ ভোগান্তির শিকার


আপডেট সময় : ২০২৫-০১-২৪ ১৩:১৬:৫০
কাউখালীতে রাস্তা দখলে বেপরোয়া অটোরিকশা, জনগণ ভোগান্তির শিকার কাউখালীতে রাস্তা দখলে বেপরোয়া অটোরিকশা, জনগণ ভোগান্তির শিকার

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে বেপরোয়া ভাবে অটোরিকশা চলাচল করার কারণে জনগণ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে, ঘটেছে ছোটখাটো দুর্ঘটনা। দেখার জন্য কেউ নেই। উপজেলার বিভিন্ন সড়কে বেপরোয়া গতিতে সিএনজি চালিত অটো রিক্স চলাচল করায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তার পাশে অটো রিক্সা না রেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে যাত্রী উঠানামা করে। প্রতিবাদ করলে উল্টো যাত্রীদের সাথে অটোচালকরা দুর্ব্যবহার করে। লোক লজ্জার ভয়ে অনেক যাত্রী কোনো প্রতিবাদ করতে সাহস পায় না।

এসকল লাইসেন্সবিহীন, অদক্ষ ও অপ্রাপ্ত চালক দ্বারা নিয়ন্ত্রিত অটো রিক্সা চালানোর কারণে কোমলমতি শিশু সন্তানসহ বিভিন্ন বয়সের মানুষ অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। উপজেলা সদর থেকে আমরাজুরি ফেরিঘাট, নৈকাঠি, চৌরাস্তা, রাজাপুর, ভান্ডারিয়া, পিরোজপুর, সত্তারকান্দা, গুয়াটন সহ বিভিন্ন সড়কে সকাল থেকে রাত্রি পর্যন্ত চলাচল করে। দ্রুত চালানোর কারণে চালকরা অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল করে দুর্ঘটনার শিকার হন। ফলে অনেক যাত্রী মারাত্মক আহত সহ জীবনহানির আশঙ্কা থাকে। পথচারীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করলেও অদক্ষ চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এভাবে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়ছে না।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন যে, প্রশাসনকে ম্যানেজ করে তারা লাইসেন্স ছাড়া এভাবে অটো রিক্সা চালিয়ে যাচ্ছে। সংবাদকর্মী রফিকুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীন অদক্ষ ও অপ্রাপ্ত চালকরা যাতে সিএনজি চালাতে না এ ব্যাপারে কঠোর আইন করা দরকার।

যাত্রী মাহফুজুর রহমান বলেন, অটো চালকরা ইচ্ছামতন যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে প্রতিবাদ করে কোন কাজ হয় না। অনেক অটোচালকরা সমিতির ভয় দেখায়। তারা বলে আমাদের সমিতি আছে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই?

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সজল মোল্লা বলেন, বেপরোয়া ভাবে কোনো গাড়ি চালানো যাবে না এবং রাস্তায় চলাচল করতে হলে লাইসেন্স সহ আইন-কানুন মেনে চলতে হবে।

কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, লাইসেন্সবিহীন,অদক্ষ ও অপ্রাপ্ত চালকরা রাস্তায় কোনো যানবাহন চলাচল করায় কোন সুযোগ নেই। প্রয়োজন বোধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ