হেলাল উদ্দীন (মিঞাজী), নাইক্ষ্যংছড়ি, (বান্দরবান) প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একজন আহত হয়েছে। আহতব্যাক্তির পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি ) ভোরে উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যাক্তি হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন আছারতলী ৮ নং ওয়ার্ডের হোসেনের ছেলে আলী হোছেন (৩৫)।
স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত আলী হোছেন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
সদর ইউনিয়নের ৯ নংওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শমশুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্হানীয়রা। মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।