ঢাকা , শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ১ ব‍্যাক্তির পা বিচ্ছিন্ন


আপডেট সময় : ২০২৫-০১-২৪ ১৩:১০:৪২
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ১ ব‍্যাক্তির পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ১ ব‍্যাক্তির পা বিচ্ছিন্ন


 
হেলাল উদ্দীন (মিঞাজী), নাইক্ষ্যংছড়ি, (বান্দরবান) প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একজন আহত হয়েছে। আহতব্যাক্তির পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি ) ভোরে উপজেলার নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যাক্তি হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন আছারতলী ৮ নং ওয়ার্ডের হোসেনের ছেলে আলী হোছেন (৩৫)।

স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত আলী হোছেন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

সদর ইউনিয়নের ৯ নংওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শমশুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্হানীয়রা। মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ