ঢাকা , শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দুরকানীতে মা-মেয়ে সহ ৩জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০১-২৪ ১১:২২:০৯
ইন্দুরকানীতে মা-মেয়ে সহ ৩জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা ইন্দুরকানীতে মা-মেয়ে সহ ৩জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

 
বিশেষ প্রতিনিধিঃ
 
পিরোজপুরেরব ইন্দুরকানীতে মা-মেয়ে সহ ৩জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, বৃহস্পতিবার  (২৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকার জেলে মোঃ জাহাঙ্গীর হোসেন বাড়ি না থাকায় একদল দুর্বৃত্ত তার ঘরের সিঁধ কেটে প্রবেশ করে স্ত্রী জেসিমন বেগম (৪৫), মেয়ে ইয়ানা আক্তার (১৩) ও নাতনী জুয়েনা (১৩)কে এলোপাথারী ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা  মেডিকেল কলেজ হাসপাতালে রোপার্ট করেন। আহত জেসমিন বেগমের অবস্থা অশংকাজনক।

আহত জেসমিন বেগমের ভাসুর আবু হানিফ জানান, বৃহস্পতিবার সকালে আমার ভাইয়ের নাতনী আহত অবস্থায় আমাদের ডাকলে আমরা ভাইয়ের বাসায় গিয়ে তার স্ত্রী, মেয়ে ও নাতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে কে বা কারা কুপিয়েছে তা আমরা জানি না। আমরা অপরাধীদের কঠোর শাস্তি চাই। 
 
অন্য দিকে খোঁজ খবর নিয়ে জানা যায়, রহস্য জনক ঘটনা লুকিয়ে থাকতে পারে উক্ত ঘটনার সত্যতা বের করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। 
 
এবিষয়ে ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন । সেখানে অবস্থার অবনতি হলে খুলনা কলেজ মেডিকেল হাসাপাতালে ভর্তি হয় বলে জানা গেছে । এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ