ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে দুই জনকে সমকামীতার অভিযোগে আটক


আপডেট সময় : ২০২৫-০১-২২ ১৮:২৮:৩৭
ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে দুই জনকে সমকামীতার অভিযোগে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে দুই জনকে সমকামীতার অভিযোগে আটক

কুষ্টিয়া প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে দুই জনকে সমকামীতার অভিযোগে আটক করেছে হল কর্তৃপক্ষ। এর মধ্যে একজন আবাসিক শিক্ষার্থী ও অন্য জন বহিরাগত নারী বলে জানা যায়। আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেন হল কর্তৃপক্ষ।
 
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। সমকামিতা উল্লেখ করে শাস্তির দাবি জানিয়েছেন ওই হলের আবাসিক ছাত্রীরা।
 
হল আদেশে বলা হয়, খালেদা জিয়া হলের নতুন ব্লকের ৩০৬ নং কক্ষের আবাসিক ছাত্রী মিম (ছদ্মনাম) কক্ষে বহিরাগত একজন মেয়ে মাঝে মাঝে অবস্থান করে। উক্ত কক্ষের ছাত্রীরা তাদের কে আপত্তিকর অবস্থায় দেখতে পায় এবং বিষয়টি হল কর্তৃপক্ষকে অবগত করেন। এমতাবস্থায় হল বডির জরুরি সভার সম্মুখে অত্র ফ্লোরের সকল ছাত্রীর মৌখিক অভিযোগের ভিত্তিতে উক্ত ছাত্রীকে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হলো এবং বহিরাগত মেয়েকে পুলিশে দেয়ার সিন্ধান্ত গ্রহণ করা হলো।
 
অভিযুক্ত ছাত্রী জানান,
আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি একদমই ভিত্তিহীন। এমনকি হলে এই ব্যাপারটা নিয়ে যখন ঝামেলা হয় তখন আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি তার চেয়ে বড় কথা হচ্ছে আমি চার মাসের প্রেগন্যান্ট। অসুস্থতার কারণে আমি আমার বান্ধবীকে হলে আমার সাথে রেখেছিলাম। অভিযোগের ভিত্তিতে কোন ধরনের তদন্ত ছাড়াই আমাকে হল থেকে বের হয়ে যেতে বলা হয়েছে। হল থেকে আজই আমাকে বলা হয়েছে আমার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ আছে তবে আমি অভিযোগের ভিত্তিতে প্রমান চাইলে হল কতৃপক্ষ প্রমান দিতে ব্যর্থ হয়।
 
আমার বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে এর বিন্দুমাত্র প্রমাণ যদি কেও দিতে পারে তাহলে আমি হল থেকে বের হয়ে যাবো। আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটি একদমই মিথ্যা ও বানোয়াট এমন কোন অবস্থাতেই আমাকে দেখা যায়নি। আগামীকাল আমার পরীক্ষা আছে পরীক্ষার পর আমি এই বিষয়ে কি ব্যাবস্থা নেওয়া যায় তা সিদ্ধান্ত নেবো।
 
হল প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন জানান, দুপুরের দিকে হলের মেয়েরা আমাদের অবহিত করলে শিক্ষার্থীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে জরুরি মিটিং ডেকে বহিরাগত মেয়েকে পুলিশি হেফাজতে আর আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ