ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিএম কলেজের ১ম গেটের সামনে ৯ বছরের শিশু অটোর চাপায় নিহত।


আপডেট সময় : ২০২৫-০১-২২ ১৮:২৪:০১
বিএম কলেজের ১ম গেটের সামনে ৯ বছরের শিশু অটোর চাপায় নিহত। বিএম কলেজের ১ম গেটের সামনে ৯ বছরের শিশু অটোর চাপায় নিহত।




মোঃ ইমতিয়াজ উদ্দিন সরদার।
ক্রাইম রিপোর্টার,

আজ ২২ জানুয়ারি ২০২৫, রোজ বুধবার, বেলা ১২ টার দিকে বিএম কলেজের সামনে এক পথযাত্রী শিশু রাস্তা পারাপার হওয়ার জন্যে হাঁটা দিলে দ্রুত গতিতে আসা একটি অটোরিকশা গতিরোধ করতে গেলে অটো গাড়িটি পড়ে যায় রাস্তার পাশে থাকা অন্য এক শিশু জান্নাতি (৯) অটোরিকশার চাপায় সাথে সাথে মৃত্যু হয়। এতে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা কলেজের গেট গুলোতে স্পিড ব্রেকার ও ফুটপাতে দোকান গুলোর দখল মুক্ত করতে এবং সড়ক নিরাপত্তার আন্দোলন ও অবরোধ কর্মসূচি করে।

এতে বিএম কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানায় :-

১। ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারি অটো ড্রাইভারকে আইনের আওতায় আনতে হবে ও পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
২। ক্যাম্পাসের সামনের স্থায়ীভাবে সকল ফুটপাত দখল মুক্ত করতে হবে।
৩। কলেজ চলাকালীন সময়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। 
৪। নথুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত গতিসীমা নির্ধারণ করতে হবে এবং নতুন বাজার থেকে নথুল্লাবাদ পর্যন্ত নির্দিষ্ট দূরত্ব পরপর স্প্রিট ব্রেকার ও ডিভাইডার  নিশ্চিত করতে  হবে।
৫। ক্যাম্পাসের সামনে স্থায়ী ভাবে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করতে হবে।
৬। রাস্তায় এবং ক্যাম্পাসে ১০০% সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।

এসময় কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান উক্ত পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীদের সাথে নিয়ে ফুটপাতের দোকান গুলো দ্রুত সময়ের মধ্যে তুলে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে, সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা আসলে তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের মতবিরোধ দেখা দেয়। এতে পরবর্তীতে শিক্ষার্থীরা আবারো রাস্তা অবরোধ করে রাখে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ