ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীতে ৬শ শিক্ষার্থীদের মাঝে পোষাকসহ শ্লিপিং কিটস বিতরণ

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০১-২২ ১৮:১৫:৩৫
গৌরনদীতে ৬শ শিক্ষার্থীদের মাঝে পোষাকসহ শ্লিপিং কিটস বিতরণ গৌরনদীতে ৬শ শিক্ষার্থীদের মাঝে পোষাকসহ শ্লিপিং কিটস বিতরণ



গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে রোটারী ক্লাব ও কানাডার এসসিএডব্লিউ সহায়তায় সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সকালে নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শ ছাত্র ছাত্রীর মাঝে পোষাক, শীতের পোষাক, শ্লিপিং কিটসসহ ৩২ ধরনের উপকরন বিতরণ করা হয়।

এ উপলক্ষে সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ইঞ্জিনিয়ার এস, এম, জাহিদ হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস, এম মহিউদ্দিন বাদশা, গৌরনদী পৌর নাগরিক কিমটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী ডায়গানিষ্ঠিক সেন্টার এ্যান্ড ক্লিনিকের এসোসিয়েশনের সভাপতি মো: মাহামুদুল হাসান মুহিদ, চাঁদশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আকবর আলী, চাঁদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: তাইফুর রহমান কচি, গৌরনদী রিপার্টর্োস ইউনিটির সভাপতি মো: খায়রুল ইসলাম, সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের সদস্য মো: সরোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আসাদুজ্জামান হিমু, অক্সফোর্ড কলেজের পরিচালক সৈয়দ শামছুজ্জামান বিপুল, বিশিষ্ট ব্যবসায়ী মো: ফয়েজ আহম্মেদ, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা পলাশ তালুকদার প্রমূখ। আলোচনা শেষে পশ্চিম শাওড়া, নাঠৈ, নরসিংহলপট্রি, চাদশী ও দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাঠৈ রিজিয়া মাদ্যমিক বিদ্যালয় ও পশ্চিম শাওড়া দাখিল মাদ্রাসার তিনশত ছাত্র ও তিনশত ছাত্রীর মাঝে পোষাক, শীতের পোষাক ও শ্লিপিং কিটকসহ ২৩ আইটেমের উপকরন দেয়া হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ