বিআরটিএর আদেশ ওয়েবসাইটে প্রকাশের অনুরোধ যাত্রী কল্যাণ সমিতির
বিআরটিএর আদেশ ওয়েবসাইটে প্রকাশের অনুরোধ যাত্রী কল্যাণ সমিতির
এম মনির চৌধুরী রানা
সরকার পরিবর্তনের পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নিয়োগ, বদলি, পদায়ন, পদোন্নতিতে স্বচ্ছতার নিশ্চিত করার স্বার্থে প্রতিটি আদেশ ওয়েবসাইটে প্রকাশ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিআরটিএর চেয়ারম্যান বরাবর পাঠানো এক পত্রে এ অনুরোধ জানান সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
অনুরোধপত্রে তিনি বলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বিগত সরকারের সময়ে বিআরটিএ তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছা কাদের ও ছোট ভাই মির্জা কাদেরসহ কতিপয় পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে লেনদেনের সখ্যতা গড়ে। এতে বিআরটিএর কয়েকজন কর্মকর্তা এক শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। নিজেরা ঢাকা-চট্টগ্রামের বড় বড় পদে কর্মরত থেকে তারাই নিয়োগ, বদলি, পদায়ন, পদোন্নতির নিয়ন্ত্রণ করতেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব নিয়োগ বদলি হতো বলেই তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতো। যে কারণে বিআরটিএর এসব প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রচার করাও এক সময়ে নিষিদ্ধ হয়।
মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রামসহ বড় বড় সার্কেলগুলোতে এক একজন কর্মকর্তা-কর্মচারী কেউ ৫ বছর, কেউ ৭ বছর, কেউ ১০ বছর, কেউ ১২ বছর একই পদে থেকে টাকার কুমিরে পরিণত হয়েছেন। এসব কর্মকর্তারা বিআরটিএ সদর দপ্তর ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বড় বড় মাথাগুলো কিনে রাখতেন। যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনার পরিসংখ্যান বিভ্রান্তিমূলক।
ছাত্র-জনতার জনআকাঙ্ক্ষা প্রতিষ্ঠায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি পরিবহন সেক্টরের অনিয়ম দুর্নীতি দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে, বিআরটিএর নিয়োগ বদলি, পদায়ন-পদোন্নতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন গাইডলাইন’ অনুযায়ী হচ্ছে কি-না তা পর্যবেক্ষণ করতে আগ্রহী। অতএব, প্রতিটি নিয়োগ, বদলি, পদায়ন, পদোন্নতির আদেশ বিআরটিএর ওয়েবসাইটে জনস্বার্থে প্রকাশের অনুরোধ জানাচ্ছি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স