ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ
ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে ২ লক্ষ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পুকুরের মালিক নাগাইশ পূর্বপাড়া আয়েশ মুন্সির বাড়ির মৃত হাজী আলী আহমদ এর ছেলে মোঃ মজিবুর রহমান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় ১০ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেন।থানায় অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এস আই শিশির ঘোষ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে পুকুরের মালিক মজিবুর রহমান জানান, আমাদের একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ ইদ্রিস মিয়ার নেতৃত্বে আব্দুল মান্নান এর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম, তার ছেলে আলামিন, মৃত আবুল হাশেমের ছেলে মোঃ রবিউল ইসলাম, মৃত আব্দুর রহমানের ছেলে সিদ্দিকুর রহমান, আব্দুল ওয়াদুদ এর ছেলে কামরুল ইসলাম, মৃত দুদু মিয়ার ছেলে মোঃ ফয়েজ মিয়া ও বিল্লাল হোসেন, শাহ আলমের ছেলে মোঃ সাব্বির হোসেন, মৃত হোসেন মিয়ার ছেলে আল আমিন সহ অজ্ঞাত ৪-৫ জন মিলে আমার নামীয় বসত বাড়িতে হামলা করে এবং বাড়ির পূর্ব পাশে আমার পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলে।
আমি ২০০১ সালে মৃত্যু নিশিকান্ত শুক্ল দাশ এর ছেলে শ্রী নান্টুচন্দ্র দাসের কাছ থেকে সাবেক দাগ নং ১১৬২, ১১৬৩ ও ১১৬৫ এবং হাল দাগ ২৩৩৮ দাগে ৫৮ শতাংশ জমি ৩০ বছরের জন্য লিজ নেই। এর কয়েক বছর পর ২০১১ সালে নান্টুচন্দ্র দাস থেকে আমি ৪২ শতক জায়গা ক্রয় করি এবং বাকি ১৬ শতক জায়গা আমার লিজ বাবদ বায়নাপত্র করি। এরপর ২০১১ সালে ১১০ শতক জায়গার মধ্যে আমি একটি পুকুর খনন করি।
দীর্ঘ ১৪ বছর যাবত আমি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ এবং পুকুরের চতুর্পাশে গাছ রোপন করে ভোগ দখল করে আসছি। তার ধারাবাহিকতায় পূর্ব শত্রুতা জের ধরে উপরোক্ত সকল লোকজন মোঃ ইদ্রিস মিয়ার নেতৃত্বে মোঃ জাহাঙ্গীর আলম সহ অজ্ঞাতনামা আট- দশজন মিলে আমার জায়গা ও সম্পত্তি দখল করার জন্য বিভিন্ন রকম আমাকে মামলা হামলা দিয়ে হয়রানি করছে। ঘটনার দিন রাতে সকলের অজান্তে আমার পুকুরে বিষ প্রয়োগ করে আমার বিশ মণ মাছ যার মূল্য প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
এছাড়া আমার একটি জমি তারা অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে ধান রোপণ করতে চেষ্টা করে। বর্তমানে এই জায়গাটি আমি কুমিল্লা বিজ্ঞ আদালতে ১৪৫ জারি করি।
এ ছাড়াও মোঃ মজিবুর রহমান আরো জানান, আমি বাড়িতে না থাকার সুবাধে তারা অবৈধভাবে আমার বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে ভাংচুর করে এবং প্রকাশ্যে হুমকি-ধামকি ভয় ভীতি দেখায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স