ঢাকা , মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ


আপডেট সময় : ২০২৫-০১-২১ ০০:৩৪:৪১
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ

 
 
 
কুড়িগ্রাম প্রতিনিধি  : মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে ১১তম স্হান অর্জন করেছে কুড়িগ্রামের উলিপুরের তৌফিকুর রহমান তরঙ্গ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অসামান্য কৃতিত্ব দেখিয়েছে শান্তিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম এবং গৃহিণী মোছাঃ নাজমিন আক্তার রীতার একমাত্র পুত্র সন্তান তরঙ্গ। 
 
নম্র ও ভদ্র স্বভাবের তরঙ্গ এর আগেও তার মেধার পরিচয় দিয়েছে। উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় সে ১৫তম স্হান অর্জন করেছিল। তার এই ধারাবাহিক সাফল্যের জন্য এলাকাবাসী গর্বিত। তরঙ্গের সকল শিক্ষক, পরিবার এবং বন্ধু বন্ধব ও আত্বীয় স্বজন তার এই অর্জনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। 
 
তরঙ্গের বাবা হাফিজুর রহমান সেলিম পেশায় একজন শিক্ষক হলেও তিনি একজন আদর্শবান অভিভাবক। ছেলের সাফল্যে তিনি আবেগাপ্লুত। তার মা মোছাঃ নাজমিন আক্তার রিতা বলেন, ছোটবেলা থেকেই ছেলেকে আমরা মানবিক হতে শিখিয়েছি। তার বড় স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা।
 
তরঙ্গের সাফল্য উলিপুর এলাকায় আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। স্কুল ও এলাকায় তার বন্ধু এবং শিক্ষকেরা মিষ্টি বিতরণ করেছেন। তারা বলেন, তরঙ্গ তাদের এলাকাকে গর্বিত করেছে। 
 
তরঙ্গ জানায়, তার স্বপ্ন সেরা ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। "আমি চাই, আমার শিক্ষায় আর সেবায় সবাই উপকৃত হোক। দেশের প্রতিটি মানুষ চিকিৎসা পেতে যেন সহজে পারে।
 
তরঙ্গের সাফল্যের পেছনে তার স্কুল, কলেজ এবং পরিবারের নিরন্তর সহযোগিতা ছিল। তার মতে, সঠিক পরিকল্পনা, অধ্যবসায় এবং পরিবারের দোয়া তাকে এই সাফল্য এনে দিয়েছে। 
 
উলিপুরের বাসিন্দারা তরঙ্গের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। তরুণদের কাছে তরঙ্গ এখন এক অনুপ্রেরণার নাম। তার সাফল্য প্রমাণ করে যে গ্রাম থেকেও বড় সাফল্য অর্জন করা সম্ভব। তরঙ্গের এই সফল যাত্রা শুধু তার পরিবারের নয়, কুড়িগ্রাম তথা দেশবাসীর গর্ব। সবাই আশাবাদী যে তরঙ্গ ডাক্তার হয়ে দেশের মানুষের সেবায় কাজ করবে এবং আরও অনেক সফলতার নজির স্থাপন করবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ