ঢাকা , মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু


আপডেট সময় : ২০২৫-০১-২১ ০০:২৭:৩২
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু



ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ওভারটেক করতে গিয়ে হৃদয় মিয়া (১৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে। এ ঘটনায় তার অপর দুই বন্ধু একই গ্রামের মোটরসাইকেল আরোহী সালেক হোসেন ও আমিন হোসেন আহত হয়েছেন। 

ধরখার ফাঁড়ি থানা ইনচার্জ এস. আই. জাকির জানায়, হৃদয় দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। সড়কের ছতুরা নামক এলাকায় মোটরসাইকেলের গতি বাড়িয়ে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে পেছনের চাকায় ধাক্কা লেগে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয় এবং অপর দুই বন্ধু আহত হয়। চালকসহ লরিটি আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ