মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (২০ জানুয়ারি) দুপুরে খানসামা থানায় একটি মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটকরা হলেন- পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ভোগডোমা এলাকার হাসান আলীর ছেলে ইউপি সদস্য শহিদুল ইসলাম (৪২), খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা এলাকার মৃত আছির উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম (৫০), মৃত আব্দুর রউফের ছেলে আতিয়ার রহমান (৪৫) এবং মৃত ফলিল উদ্দীনের ছেলে হাফিজ উদ্দীন (৫০)।
পুলিশ জানায়, রোববার (১৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের আত্রাই নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার ২টি ডাবু, ৬টি ডাবুর গুটি, ১টি প্লাস্টিকের বোর্ড, তাস খেলার এক বান্ডিল কার্ডসহ ৪ জনকে আটক করা হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অন্যান্য অনেক অপরাধের জন্ম দেয়। তাই জুয়া প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত আছে।