পিরোজপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো ঘরসহ গবাদিপশু
পিরোজপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো ঘরসহ গবাদিপশু
বিশেষ প্রতিনিধি :
সোমবার (২০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার শংকরপাশা গ্রামের বশির আহমেদের বাড়ির গোয়ালঘর ও খরকুঠো রাখার মেই একসাথে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তাদের গোয়াল ঘর, খরকুঠো রাখার মেই, ছাগল দগ্ধ সহ ৫টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীর বাসিন্দা মোঃ বশির আহমেদ এর গোয়ালঘর ও খরকুঠোর মেই একসাথে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অজ্ঞাত দুর্বৃত্তদের দেয়া আগুনে গোয়াল ঘর, নারা রাখার মেই, একটি ছাগলের এক অংশ পুড়া সহ অন্যান্য গবাদি পশু ক্ষতিগ্রস্থ হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্যদিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এতে প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত জাতীয় পার্টি (এরশাদ) জেলা শাখার সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদার বলেন, আমার সাথে রাজনৈতিক ও স্থানীয় কিছু লোক জনের সাথে জোর-ঝামেলা থাকলেও শত্রুতা বসত এ ধরণের কাজ হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কে বা কারা আমাদের এভাবে ক্ষতি করলো তা জানি না।
জাতীয় পার্টির পৌর কমিটির আহবায়ক মনিরুজ্জামান মাসুম শেখ সরেজমিন ঘটনাস্থল বলেন, এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সুপারিশ করছি। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্থ গবাদি পশুর চিকিৎসা প্রদান করেছেন উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালের চিকিৎসক। আমরা বিচার চাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সোবাহান বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি।। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স