মণিরামপুরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের দিনব্যাপি কর্মসূচি
আপডেট সময় :
২০২৫-০১-১৯ ২২:৩০:১০
মণিরামপুরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের দিনব্যাপি কর্মসূচি
আব্দুল্লাহ আল মামুন, মণিরামপুর যশোর প্রতিনিধিঃ
সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে মণিরামপুর উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদল শাখা দিনব্যাপী ভিন্ন ভিন্ন কর্মসূচী পালন করেছে। ১৯শে জানুঃ রবিবার সকালে মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। অতি উৎসাহী হয়ে শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায়।
জেলা ছাত্রদল নেতা মোঃ জাকারিয়া উপস্থিত থেকে এ কর্মসূচি পালনকালে গনমাধ্যমকে বলেন, দীর্ঘ কয়েক বছর পর উন্মুক্তভাবে মণিরামপুর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।ছাত্রদলের এমন কর্মসূচি আাগমিতেও অব্যাহত থাকবে।এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছিলো।
অন্য এক আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, রবিবার বিকালে মনিরামপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
ছাত্রদলের যৌথ এ অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন, মণিরামপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ অলিয়ার রহমান ও মণিরামপুর পৌর ছাত্রদলের আহব্বায়ক এম এম কামরুজ্জামান। এ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স