ঢাকা , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ , ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মণিরামপুরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের দিনব্যাপি কর্মসূচি


আপডেট সময় : ২০২৫-০১-১৯ ২২:৩০:১০
মণিরামপুরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের দিনব্যাপি কর্মসূচি মণিরামপুরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের দিনব্যাপি কর্মসূচি



আব্দুল্লাহ আল মামুন, মণিরামপুর যশোর প্রতিনিধিঃ

সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে মণিরামপুর উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদল শাখা দিনব্যাপী ভিন্ন ভিন্ন কর্মসূচী পালন করেছে। ১৯শে জানুঃ রবিবার সকালে মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। অতি উৎসাহী হয়ে শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায়।

জেলা ছাত্রদল নেতা মোঃ জাকারিয়া উপস্থিত থেকে এ কর্মসূচি পালনকালে গনমাধ্যমকে বলেন, দীর্ঘ কয়েক বছর পর উন্মুক্তভাবে মণিরামপুর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।ছাত্রদলের এমন কর্মসূচি আাগমিতেও অব্যাহত থাকবে।এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছিলো।

অন্য এক আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, রবিবার বিকালে মনিরামপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।

ছাত্রদলের যৌথ এ অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন, মণিরামপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ অলিয়ার রহমান ও মণিরামপুর পৌর ছাত্রদলের আহব্বায়ক এম এম কামরুজ্জামান। এ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ