বোয়ালখালীতে মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই -আজিজুল হক চেয়ারম্যান
বোয়ালখালীতে মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই -আজিজুল হক চেয়ারম্যান
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামে বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জনাব আজিজুল হক চেয়ারম্যান বলেন মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই। গতকাল বোয়ালখালী কধুরখীল ইমাম নগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট, ২৫ এ-র উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বোয়ালখালী উপজেলার যুবদলের ১ম যগ্ন আহ্বায়ক মোঃ এমদাদুল হক চৌধুরী রিটুর সভাপতিত্বে, দক্ষিন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক হায়দার হিরুর পরিচালনায বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জনাব এডভোকেট মোহাম্মদ ইসকান্দর সোহেল, বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব আলহাজ্ব নুরুন নবী চৌধুরী, পৌরসভা বিএনপির আহবায়ক জনাব মোঃ শহিদুল্লাহ চৌধুরী, দক্ষিন জেলা যুবদলের সাধারন সম্পাদক জনাব মোঃ আজগর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শওকত আলম, তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন আপনারা এমন একজন ব্যাক্তির নামে টুর্নামেন্ট ঘোষনা করেছেন যিনি স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা।
প্রধান অতিথি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার যুব সমাজের হাতে খেলাধুলার সরঞ্জামের পরিবর্তে ইয়াবা, গাজা, মদ তুলে দিয়ে সমাজ নষ্ট করেছে কারন খেলাধুলায় খরচ হয় আর মাদকে ব্যবসা হয়। তাই সমাজকে পরিবর্তন করতে হলে যুবকদেরকে খেলাধুলায় মনোযোগ বাড়াতে হবে। এডভোকেট মোঃ ইসকান্দর সোহেলকে বাংলাদেশ সরকারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হওয়ায় ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত বিশেষ অতিথি এডভোকেট মোঃ ইসকান্দর সোহেল বলেন, ১৭ বছর যাবৎ শহিদ জিয়ার আদর্শ ও বিএনপি সম্পর্কে যুবকদের বলতে না পারলেও আজ শত শত যুবকের উপস্থিতিতি প্রমান করে বাংলাদেশের প্রতিটি পরিবার এক এক টি দলীয় পাঠশালা ছিল।
তিনি আয়োজক কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং দলীয় কার্যক্রম চলমান রেখে সাধারন জনগনের পাশে থাকার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্টানে আরও বক্তব্য রাখেন জনাব আব্দুস সাত্তার, মোঃ লোকমান, মোঃ জসিম উদ্দীন, মোঃ সিরাজ উদ্দীন, মোঃ জাবেদ, আব্দুল গফুর, আখতার হোসেন মনু, গিয়াস উদ্দীন ওয়াজেদ রাজিব,মহিন উদ্দীন, বেলাল, মোঃ আলম, রনি,শুক্কুর,জিসান, প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স