ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কন্যা সন্তানের বাবা হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাকিব


আপডেট সময় : ২০২৫-০১-১৯ ১৮:১৫:৪৮
কন্যা সন্তানের বাবা হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাকিব কন্যা সন্তানের বাবা হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাকিব







গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহত নূরে আলম সিদ্দিকী রাকিব বাবা হয়েছেন। শহীদ রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।

রোববার দুপুরে নিহত রাকিবের বাবা মাওলানা আব্দুল হালিম শেখ পুত্রবধূর কন্যা সন্তান জন্মদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
পুত্রবধূ ফুটফুটে কন্যা  সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু আফসোস আমার পুত্র রাকিব তার মেয়েকে দেখে যেতে পারল না। মেয়েও কোনদিন বাবাকে দেখতে পারবে না। নবজাতক ও তার মা সুস্থ রয়েছে। সবাই রাকিবের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য দোআ করবেন।

উল্লেখ্য যে, নূরে আলম সিদ্দিকী রাকিবের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে। গত ২০ জুলাই অন্তঃসত্ত¡া স্ত্রীর জন্য ঔষধ আনতে গিয়ে উপজেলার কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হন রাকিব। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে  নেয়ার পর তিনি মারা যান। পরে মরদেহ হাসপাতাল থেকে নিজ  বাড়ি দামগাঁও গ্রামে এনে দাফন করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী অর্পিতা কবির অ্যানি বলেন, গত  ২০ জুলাই রাকিব অসুস্থ অন্তঃসত্ত¡া স্ত্রীর জন্য ঔষধ আনতে বাড়ি থেকে বের হন। পরে কলতাপাড়া বাজারে এসে বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমাদের দাবি শহীদ রাকিবের স্ত্রী ও সন্তানের দায়িত্ব যেন রাষ্ট্রের পক্ষ থেকে নেয়া হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ