মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া থানায় হত্যা চেষ্টা মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী মো. মামুন মীরকে বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মামুন মীর (৩৫) বলতলা গ্রামের আবদুল মন্নাফ মীরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা।
পুলিশ জানায়, গত বছরের (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের (অন্তাই রাস্তা এলাকায়) শাহাদুর হাওলাদার নামের এক কৃষককে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে দেয় মামুন। এ ঘটনার মামলায় আত্নগোপনে ছিলেন তিনি। বরিশাল শহরে বাসা ভাড়া করে বসবাস করে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশ বরিশাল রুপাতলী বাসস্টান্ড এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।
কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃত মামুনকে রিমান্ড আবেদন জানিয়ে ডাকাতি মামলায় তাকে কোর্টে চালান করা হয়েছে।তিনি আরও বলেন, মামুনের বিরুদ্ধে উপজেলার বলতলা গ্রামের কার্তিক ডাক্তারের ঘরে ডাকাতি ছাড়াও হত্যাচেষ্টা, চুরি, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।