রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন উদ্বোধন করতে গিয়ে কাঁদলেন শহীদ সাকিবের বাবা
রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন উদ্বোধন করতে গিয়ে কাঁদলেন শহীদ সাকিবের বাবা
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরের কর্মী সম্মেলন উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর শহীদ সাকিব আনজুমের বাবা সাইদুল হক। শনিবার সকাল সোয়া ৯ টায় মঞ্চে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ওই সময় উপস্থিত নেতাকর্মীরাও কাঁদতে শুরু করেন।
শহীদ সাকিব আনজুমের বাবা সাইদুল হক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিদায় করতে গিয়ে আমার কলিজার টুকরা সাকিব আনজুম শহীদ হয়েছে। আমি একজন গর্বিত পিতা। আমার সাকিবের মতো হাজারও ছাত্র-জনতা যে স্বপ্ন নিয়ে দেশের জন্য জীবন দিয়েছে, সেই স্বপ্ন প‚রণ করতে হবে। এক্ষেত্রে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না। সাকিব আনজুম রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। গত ৫ আগস্ট ২০২৪ রাজশাহী নগরীর শাহমখদুম কলেজ সংলগ্ন সড়কে গুলিবিদ্ধ হন তিনি। পরে ওই এলাকার একটি বাসায় মারা যান সাকিব আনজুম। তবে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এর কিছুক্ষণ পরই আওয়ামী সরকারের পতন ঘটে। শনিবার রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে সাকিব আনজুমের বাবাকে উদ্বোধক করা হয়েছিল। তিনি রাজশাহীর আরডিএ মার্কেটের একজন ব্যবসায়ী।
রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মো. কেরামত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দীর্ঘ ১৫ বছর পর রাজশাহীতে বড় পরিসরে জামায়াতের এমন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উচ্ছ্ধসঢ়;াসিত ছিলেন নেতাকর্মীরা। সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে প্রবেশ করেন। সম্মেলন শুরুর আগেই পরিপূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স