ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বদরগঞ্জে তীব্র শীতে বেচাকেনার ধুম নেই।দোকানীরা চরম বিপাকে।


আপডেট সময় : ২০২৫-০১-১৮ ২২:৪৪:৩৬
বদরগঞ্জে তীব্র শীতে বেচাকেনার ধুম নেই।দোকানীরা চরম বিপাকে। বদরগঞ্জে তীব্র শীতে বেচাকেনার ধুম নেই।দোকানীরা চরম বিপাকে।

 
 
 
রানা ইসলাম, বদরগঞ্জ, (রংপুর)
 
রংপুরের বদরগঞ্জে মাঘের তীব্র শীতেও বিক্রি নেই। পৌরশহরের বিপনি বিতানগুলোর অধিকাংশ দোকান অলস বসে আছে। মা ম্যনশনের মার্কেটের পিয়াঙ্গন এর স্বত্বাধিকার আদনান হুসাইন বলেন, এবছরের প্রচুর শীত হবে তাই অনেক টাকা মাল এনেছি। কিন্তু শীত কম থাজা, দোকানের বিকিকিনি কমে গেছে। এখন মহাজনদের বাকি টাকা পরিশোধ করায় মুশকিল হয়ে পড়ছে। শহীদ মিনার সংলগ্ন ফুটপাত মার্কেটে বেশ সময় নিয়ে একটি জ্যাকেট দেখছিলেন রোস্তম আলী। দোকানদারের সঙ্গে দামে বনিবনা না হলেও সেটি গায়ে চাপিয়ে নিলেন। এবার দর-কষাকষির একপর্যায়ে দোকানদারের উদ্দেশ্যে বললেন, দিলে দিবা, না দিলে না দিবা। আমি একশত আশি টাকায় দিব। দোকানদারের মন গলে গেল। একশত আশিতেই বিক্রি করলো জ্যাকেটটি।
 
রোস্তম আলীর বাড়ি উপজেলার ১১ নং গোপালপুর ইউনিয়নের ময়নাকুড়ি গ্রামে। তবে তিনি বদরগঞ্জ পৌরশহরে রিকশা চালান। প্রতিদিন সকালে অটোভ্যান করে পৌরশহরে আসেন। কাজ শেষে গভীর রাতেই আবার অটোভ্যান করে বাড়ি ফিরে যান। রোস্তম আলী গতকাল সন্ধ্যায় বলেন, আমরা গরিব মানুষ। অনেক কষ্টের জীবন। গায়ে একটি জ্যাকেট আছে। কিন্তু ওইটায় শীত যায় না। রাত হইলে শীতে আরও ঘিরে ধরে। তাই জ্যাকেটটি নিলাম।
 
গত দুই দিনে রংপুর অঞ্চলে তাপমাত্রা কমছেই। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনের বেলায় কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না, তাতে কনকনে ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। শ্রমজীবী মানুষদের কষ্ট আরও বেড়েছে। আজ সকাল ৬টায় বদরগঞ্জ এর সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে সকাল ৯টায় সেই তাপমাত্রা আরও কমে নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। বদরগঞ্জ আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বলেন, এমন তাপমাত্রা আরও কয়েক দিন অব্যাহত থাকবে। আরও কমার সম্ভাবনাও আছে।
 
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ১৫ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অথচ গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি। অর্থাৎ দুই দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
 
 
এদিকে শীতের কারণে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। কর্মচঞ্চলতাও কিছুটা কমেছে। খোঁজ নিয়ে দেখা যায়, সন্ধ্যা হলেই শহর ও গ্রামের হাটবাজারের মানুষ বাসায় চলে যাচ্ছেন। মানুষের সকালটাও দেরিতে শুরু হচ্ছে। পোশাক-আশাকেও এসেছে পরিবর্তন। সবাই গরম কাপড় পরছেন। শীত বাড়ায় গরম কাপড়ের দোকানেও ভিড় চোখে পড়ার মতো।
 
শীত বাড়লেই শহরের শহীদ মিনার সংলগ্ন থেকে হক সাহেবের মোড় পর্যন্ত এবং উপজেলার গ্রামের হাটগুলোতে গরম কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। ফুটপাতে দুই ধারে বসা দোকান ও গ্রামের হাট গুলোর দোকানে ২০ থেকে ৫০০ টাকায় গরম কাপড় বিক্রি হয়। সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত এখানে উপচে পড়া ভিড় লেগে থাকে। নিম্ন আয়ের মানুষেরা সেখানে বেশি ভিড় করেন বলে অনেকেই ‘গরিবের মার্কেট’ বলে থাকেন। শেখেরহাটে ৪০০ থেকে ৫০০ টাকায় কোট বিক্রি করছিলেন আনিছুল ইসলাম বললেন, এই কোট দোকানে-শোরুমে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়। কিন্তু তিনি বিক্রি করছেন ৪০০ থেকে ৫০০ টাকায়। সেখান থেকে একটি কোট কিনলেন হামিদ মিয়া নামের এক ব্যক্তি। তিনি ফুটপাতে একটি খাবারের দোকান চালান। বললেন, ভেতরে অন্য কাপড় পরে বাইরে কোট পরলে শীত কম লাগবে। একটু ধুয়ে ইস্তিরি করে পরলে একেবারে নতুন হয়ে যাবে। তখন কেউ বলবে না যে এটা ৪০০ টাকার।
 
উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে লোহানীপাড়ার মন্ডলেরহাট থেকে আসা শিবলু লোহানী বলেন, শহীদ মিনার সংলগ্ন ফুটপাতে শীতের কাপড়ের দাম কম। তাই এখানে এসেছি। কালুপাড়ার ইউনিয়ন গেদাশিকারী পাড়ার গ্রামের সিহাব হোসেন বলেন, শহরে চেয়ে গ্রামের শীত একটু বেশি। তাই মার্কেটে এক জ্যাকেট কিনতে এসেছি। শীত কম তাই দাম একটু কম মনে হচ্ছে। 
 
বদরগঞ্জ পৌরশহরের  ফুটপাতের মার্কেটে প্রতি শুক্রবারে অন্তত লক্ষাধীক টাকার শীতবস্ত্র বিক্রি হয়। ব্যবসায়ীরা সেখানে শীতের বাহারি পোশাক নিয়ে বসেন।করিম নামের এক ব্যবসায়ী বলেন, শুক্রবারে শহরের সব কাপড়ের বিপণিবিতানের মার্কেটগুলো দুপুর ১টার মধ্যে বন্ধ হয়। এর পরের বেলায় গ্রাহক কাপড় ক্রয় করতে ফুটপাতগুলোতে ভীড় জমাতো। কিন্তুু তীব্র শীত না থাকায় ফুটপাত গুলোতে ভীড় নেই বললেই চলে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ