ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হোসেনপুরে ব্যাপক দর্শক সমাগমে শেষ হলো ফাইনাল ম্যাচ।


আপডেট সময় : ২০২৫-০১-১৮ ২১:৫৮:৪০
হোসেনপুরে ব্যাপক দর্শক সমাগমে শেষ হলো ফাইনাল ম্যাচ। হোসেনপুরে ব্যাপক দর্শক সমাগমে শেষ হলো ফাইনাল ম্যাচ।


 
 
মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চৌদার একতা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদের পিতা মরহুম রহমত আলী নায়েব স্মরণে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মহা আয়োজন ও আলোক সজ্জা যেন গ্যালাক্সি, এই প্রথম কোন খেলায় উপজেলার গ্রামাঞ্চলে রেকর্ড পরিমান দর্শকের উপস্থিতি ও উচ্ছ্বাস। 
 
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। খেলায় সিদলা যুব সংসদ বনাম ধুলিহর জুনিয়র স্পোর্টিং ক্লাব দুটি দল মোকাবেলা করে। ৫০ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াই শেষে ১-০ গোলে বিজয়ী হোন সিদলা যুব সংসদ। 
 
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।
 
উদ্বোধক ছিলেন, মোঃ জহিরুল ইসলাম মবিন, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খসরুজ্জামান জি.এস শরীফ, সভাপতি- কিশোরগঞ্জ জেলা যুবদল। মোস্তাক আহমেদ শাহীন, সিনিয়র সহ-সভাপতি, জেলা যুবদল। ফেরদৌস আহমেদ নেভিন, সাধারণ সম্পাদক ছাত্রদল, কিশোরগঞ্জ জেলা শাখা।
 
এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী এবং কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা শেষে অতিথিরা খেলোয়াড় দের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি এল ই ডি টিভি।
 
আয়োজক কমিটির সাথে কথা বলে জানা যায়, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ