ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -ব্যারিস্টার আব্দুল আল মামুন


আপডেট সময় : ২০২৫-০১-১৮ ২১:৩৭:৩৯
বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -ব্যারিস্টার আব্দুল আল মামুন বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -ব্যারিস্টার আব্দুল আল মামুন




বুড়িচং প্রতিনিধি।।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন বলেছেন, গত ১৭ বছরে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এ দুই উপজেলার মানুষ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত ছিল। আগামী দিনগুলিতে বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 

শনিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, গত ১৭ বছরের আমি অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম, কিন্তু দলের বাইরে গিয়ে কোন সুযোগ সুবিধা গ্রহণ করিনি। বর্তমান সময়েও আমি অনেক সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারতাম, তবে নেইনি। আমি চাই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি হয়ে এই দুই উপজেলার মানুষের সেবা করতে। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা শাহ মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, এডভোকেট আবুল কালাম, জয়নাল আবেদীন মেম্বার, হাজী আলী আজ্জন, শফিকুল ইসলাম, আবুল হাসেম মাস্টার, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, খোরশেদ আলম, ডাক্তার মোহাম্মদ মাসুম, হাজী মো. আমিরসহ আরও অনেকে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ