লিও ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে তরিকুল-হাসিবুল
আপডেট সময় :
২০২৫-০১-১৮ ১৭:৩৪:৫৩
লিও ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে তরিকুল-হাসিবুল
কুবি প্রতিনিধি :
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: তরিকুল ইসলাম মঈন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. হাসিবুল হোসাইন।
শুক্রবার (০৩ জানুয়ারী) লিও ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন কমিশনার এন্ড কো-অর্ডিনেটর লায়ল মো. কাউসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন:– মেম্বারশিপ চেয়ারপারসন লিও শারমিন আক্তার কেয়া, সহ-সভাপতি লিও নুরুল ইসলাম জামশেদ, যুগ্ম সম্পাদক লিও সুনেহরা রহমান, কোষাধ্যক্ষ লিও ফারিয়া আক্তার ভূইয়া রিমি, টিম ডিরেক্টর লিও সুমাইয়া আক্তার শিমু , সাংগঠনিক সম্পাদক লিও নাফিউ খান, পিআর ও কমিউনিকেশন সম্পাদক লিও হোসাইন মোহাম্মদ, এইচআর এন্ড এডমিন ডিরেক্টর লিও আমেনা আক্তার ও এসিস্ট্যান্ট ডিরেক্টর লিও ফাতেহা আক্তার, লিও নাজমুস সাকিব এবং লিও মো. আলামিন। প্রেস এন্ড পাবলিকেশন ডিরেক্টর লিও মারিয়ম আক্তার শিল্পী এবং এসিস্ট্যান্ট ডিরেক্টর লিও মো. আতিকুর রহমান তনয়। ইভেন্ট ও ক্রিয়েটিভ ডিরেক্টর লিও জাওয়াদ উর রাকিন খান ও এসিস্ট্যান্ট ডিরেক্টর লিও মোহাম্মদ আমজাদ হোসেন, লিও আব্দুল আজিজ এবং লিও সাবেদ মো. জুনাইদ। মার্কেটিং এন্ড প্রোমোশন ডিরেক্টর লিও আরিফুল রহমান সায়েম ও এসিস্ট্যান্ট ডিরেক্টর লিও মো. সাজ্জাদ হোসেন, লিও ফাহিম হোসেন এবং লিও মোহাম্মদ হাসান গাজী। মেম্বারশিপ ডেভেলপমেন্ট ডিরেক্টর লিও সায়মন আব্দুল্লাহ আজাদ ও এসিস্ট্যান্ট ডিরেক্টর লিও ফারহা খানম, লিও সাইদ হাসান কানন এবং লিও রফিকুল ইসলাম। কালচারাল এন্ড স্পোর্টস ডিরেক্টর লিও রাবেয়া ভূইয়া অন্তু ও এসিস্ট্যান্ট ডিরেক্টর লিও মোসা. জাফরিন উদ্দীন জারিন এবং লিও আকাশ দেবনাথ।
নতুন কমিটির সাধারণ সম্পাদক লিও মো. হাসিবুল হোসাইন বলেন, 'আলহামদুলিল্লাহ! লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন যাত্রার সূচনা করতে যাচ্ছি। এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করতে আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করব। আমাদের ক্লাবের সদস্যদের সঙ্গে মিলে সেবামূলক কার্যক্রম পরিচালনা, সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনা এবং আমাদের যুব সমাজকে উন্নতির পথে পথপ্রদর্শন করা আমার মূল লক্ষ্য। আমি আশা করি, সবার সহযোগিতায় আমরা সফলভাবে আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারব।
সভাপতি লিও মো: তরিকুল ইসলাম মঈন বলেন, ১৫ জুলাই ২০২০ সালে লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি এর যাত্রা শুরু হয়। আমি ক্লাবের একজন ফাউন্ডিং মেম্বার এবং প্রথম চার্টার্ড বোর্ড অফ ডিরেক্টরস কমিটির মেম্বারশিপ ডেভেলপমেন্ট কো অরডিনেটর হিসেবে দায়িত্ব পালন করি। শুরু থেকেই এই ক্লাবটি আমার পছন্দের ছিল কারণ বেশিরভাগ ক্লাব গুলোই নিজেদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। কিন্তু লিও ক্লাব শুধু স্কিল ডেভেলপমেন্ট না বরং সমাজের ও পরিবেশের জন্য আরো বিভিন্ন সেবামুলক কাজ করে থাকে যেমন: বৃক্ষরোপন, ডায়াবেটিস চেকআপ, চক্ষু পরিক্ষা, ক্যাম্পাস ক্লিনিং, সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার, কম্বল, শিক্ষা সামগ্রি বিতরণ ইত্যাদি। এই কাজগুলো নিজের হাতে করার মাঝে যে আত্নতৃপ্তি তা হাজারটা স্কিল ডেভেলপমেন্ট করেও হয়তো পাওয়া যাবে না। এর সাথে ইন্টারন্যাশনাল রিকগনিশন তো আছেই।
তিনি আরও বলেন, আমি আমার লিও সদস্যদের সঙ্গে মিলে সমাজসেবা ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি কে আরও বেশি গতিশীল করে এগিয়ে নিয়ে যেতে চাই।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স