ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কচুয়ায় হাজেরা খাতুনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০১-১৮ ১৭:৩০:৩১
কচুয়ায় হাজেরা খাতুনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কচুয়ায় হাজেরা খাতুনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত




উজ্জ্বল কুমার দাস, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণ্য উৎসব উপলক্ষে কচুয়ায় হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেড এর আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৮ জানুয়ারি সকাল সাড়ে দশটায় হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেড এর নিজস্ব হলরুমে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভায় প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক মোঃ রাহাতুল ইসলাম শাকিলের সঞ্চালনায় হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেড এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত উপসচিব স্বপন মন্ডলের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়ার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও ডা: মনিসংকর পাইক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেড এর পরিচালক ও কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তুহিন খান, বীর মুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র রায়, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাখাওয়াত হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি শেখ রাকিবুল হাচান, সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক খান সুমন, মোঃ মইনুল সিকদার,খান ইমদাদুল, মাওলানা জাহিদুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, হাজেরা খাতুন হেলথ কেয়ার লিঃ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সেবা গ্রহীতা। এদিন আলোচনা সভায় স্বাস্থ্য সচেতনতার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ