ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গণহত্যাকারীদের বিচার নিশ্চিত, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-১৮ ১৬:২৬:৩৫
গণহত্যাকারীদের বিচার নিশ্চিত, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ



নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শের-ই-বাংলা নগর দক্ষিন থানার উদ্যোগে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী ষড়যন্ত্র বন্ধ,গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল ১৭ জানুয়ারী সন্ধ্যা ৭ টায় শেরেবাংলা নগর, ফার্মগেট এবং ধানমন্ডি ৩২ এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ধানমন্ডি-৩২ থেকে শুরু হয়ে ফার্মগেটে এসে সমাবেশে মিলিত হয়।

মহানগরী মজলিসে শূরা সদস্য ও শেরে বাংলা নগর দক্ষিণ থানা আমীর আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে ও থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ সোহেল খানের  পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরের উত্তরের প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য জামিল বিন হোসাইন, আব্দুজ জাওয়াদ, মাওলানা রুহুল আমিন, মোঃ তাজউদ্দিন,থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আক্তার হোসেন, ছাত্র শিবিরের তেজগাঁও কলেজ সভাপতি এজাজ আহমেদ, থানা সভাপতি আকরাম হোসেন প্রমুখ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ