ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সম্মাননা স্মারক পেলেন সাবেক ব্রিটিশ সেনা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান শওকত আজাদ।


আপডেট সময় : ২০২৫-০১-১৮ ১৬:০৯:৫৪
সম্মাননা স্মারক পেলেন সাবেক ব্রিটিশ সেনা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান শওকত আজাদ। সম্মাননা স্মারক পেলেন সাবেক ব্রিটিশ সেনা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান শওকত আজাদ।




ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 

ঢাকা কলেজের রি-ইউনিয়নের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার সর্বপ্রথম ব্যক্তি হিসাবে যুক্তরাজ্য সশস্ত্রবাহিনীতে নিয়োগপ্রাপ্ত সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা, ঢাকা কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র (ডিসিয়ান) এম এস আজাদকে সম্মাননা স্মারক  দেওয়া হয়েছে। 

একটি অভিজাত রিসোর্টে এই সম্মাননা স্মারক তুলে দেন ঢাকা কলেজের বর্তমান অধ্যক্ষ এ কে এম ইলিয়াস।

মাহমুদ শওকত আজাদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করায় তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সুমন।

এম এস আজাদ বর্তমানে যুক্তরাজ্যের ব্রিটিশ সিভিল সার্ভিসে হিস্ মাজেস্টি রেভিনিউ অ্যান্ড কাস্টমস লিগ্যাল ডিভিশনে নিয়োগপ্রাপ্ত প্রথম  ডিসিয়ান। 

সম্প্রতি তিনি তাঁর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন ‘বিশিষ্ট ব্যক্তিত্ব’ হিসেবে সরকারি ওয়েবসাইটে যুক্ত করেছে। 

মুঠোফোন সম্মাননাপ্রাপ্তির অনুভূতি জানতে চাইলে এস এম আজাদ বলেন, ডিসিয়ান হিসেবে আমি গর্বিত। এই কলেজ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। ঢাকা কলেজে আমার ভালো অভিজ্ঞতা রয়েছে। ছাত্র জীবনের এই অভিজ্ঞতাই আমাকে সফলতা এনে দিয়েছে। সব মিলিয়ে ডিসিয়ান জীবন আনন্দময় ছিল। 

ঢাকা কলেজের রি-ইউনিয়ন-২০২৫ অনুষ্ঠানে আমাকে সম্মাননা দেওয়ায় আমি গর্বিত এবং আনন্দিত। অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সহপাঠী অগ্রজ-অনুজ সবার প্রতি আমার কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রি-ইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ