ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ , ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শুল্ক ও কর ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-১৮ ০০:২২:২৭
শুল্ক ও কর ফাঁকি দেওয়া  বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার। শুল্ক ও কর ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার।


নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৯, সিলেট ও সুনামগঞ্জ জেলা পুলিশের যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দেওয়া  বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও সুনামগঞ্জ জেলা পুলিশ এর সুনামগঞ্জ সদর থানার যৌথ অভিযানে গত ১৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখ আনুমানিক ১১.০৫ ঘটিকায় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভার ০১নং ওয়ার্ড এর ষোলঘর এলাকায় অভিযান পরিচালনা করে শুল্ক ও কর ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করে।

উদ্ধারকৃত এইসব পণ্য- ১। ভারতীয় শাড়ি- ৮৪৮ পিস, ২। জর্জেট থান কাপড়- ৪২ পিস, ৩। JOHNSON`S BABY LOTION (200 ML)- ৩,৬০০ পিস, ৪। BORO PLUS BODY LOTION (300 ML)- (৩০০ গখ)- ৩৫ পিস, ৫। NESTLE KITKAT চকলেট- ৫,০৪০ পিস, ৬। DOVE CREAM BAR - ২,৭৩৬ পিস, ৭। KAVERI MEHENDI CONE- ২৭,৩৬০ পিস। যার আনুমানিক বাজার মূল্য ৪২,১৪,৩৮০ টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ১৯৭৪ ইং সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এইসব চোরাচালানের বিরুদ্ধে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ