রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে এক ব্যক্তিকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। গত সোমবার ১৩জানুয়ারী উপজেলা গোপিনাথপুর ইউনিয়ন বোর্ডেরহাটের বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দিনেশ চন্দ্র বাদী হয়ে থানায় বিকাশ চন্দ্রকে প্রধান করে তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাকি দু'জন হলো জগদীশ চন্দ্র, মিন্টু চন্দ্র রায়, জগদীশ দুই ছেলে বিকাশ, মিন্টু।
থানায় লিখিত অভিযোগ ও এলাকা সূত্রে জানা গেছে, দিনেশ চন্দ্র তার পাওনাদার শফিকুল ইসলামকে ২লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য বোর্ডের হাট বাজারে গেলে প্রতিপক্ষ বিকাশ চন্দ্র, জগদীশ চন্দ্র, মিন্টু চন্দ্র আগে থেকে বাজারে ওৎপেতে ছিলো। ঘটনার সময় ভুক্তভোগী দিনেশ চন্দ্রকে একা পেয়ে প্রকাশ্যে বাজারে সবার সামনে কিল, ঘুষি মারে ও হুমকি দিয়ে বুক পকেটে থাকা ২লক্ষ টাকা তারা কেড়ে নেয়। এসময় দিনেশের আত্মচিৎকারে বাজারের সবাই এগিয়ে এলে বিবাদীরা সবাই ঘটনাস্থলে সটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দিনেশের ছেলে এসে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে তাকে নিয়ে আসেন।
বোর্ডের হাট বাজারে এক দোকানী বলেন, দিনেশকে তিনজনে মিলে মারধর করলে আমরা এগিয়ে এসে ছাড়াছাড়ি করে দেই। পরে শুনি দিনেশের কাছে থাকা ২লক্ষ টাকা তারা কেড়ে নিছে।
পাওনাদার শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সত্যি আমি দিনেশের কাছে ২লক্ষ টাকা পেতাম। আমার টাকাটা দেওয়ার জন্য এলে তারা তিনজন মিলে দিনেশ কে মারধর করে। পরে আমি দিনেশের কাছ থেকে কোন টাকা পায়নি।
অভিযোগ অস্বীকার করে জগদীশ চন্দ্র বলেন, এমন কোন ঘটনা ঘটেনি। মূল ঘটনা হলো আমার মটার দিয়ে দিনেশের জমিতে পানি সেচ না দেওয়ার কারনে তিনি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই কিবরিয়া বলেন, এঘটনায় দিনেশ নামে এক ব্যক্তির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।